ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ ডাকাত আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ আব্দুল হালিম (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি দল।

রোববার (৭ জানুয়ারি) দিনগত রাতে সদর উপজেলার চরপৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আব্দুল হালিম ওই গ্রামের উসমান গণি খানের ছেলে।

সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরপৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদারের অন্যতম সহযোগী।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০৮ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।