ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, জানুয়ারি ৮, ২০১৮
সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাংবাদিক ও কলামিস্ট নির্মল সেনের ৫ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে নির্মল সেন স্মৃতি সংসদ।

নির্মল সেনের ভাতিজা রতন সেন কংকনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, কোটালীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, আবুল বাশার হাওলাদার, খান চমন-ই-এলাহি, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বুলু ও গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।

পরে নির্মল সেনের শেষ ইচ্ছা পূরণের লক্ষ্যে নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ উদ্বোধন করা হয়।

কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড়া গ্রামে নির্মল সেনের নিজ বাড়িতে ফিতা কেটে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এ শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ