ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

শ্যামপুরে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০
শ্যামপুরে বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিকের লাশ উদ্ধার

ঢাকা: রাজধানীর শ্যামপুরে হাসান স্টিল মিলের বয়লার বিস্ফোরণে নিহত শ্রমিক বিল্লাল হোসেনের (৩০) লাশ বুধবার বিকালে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সকাল ১১টায় শ্যামপুরের বালুর মাঠসংলগ্ন ১০ নম্বর সড়কের ৬ নম্বর বাড়ির ওই কারখানায় প্রচণ্ড শব্দে বয়লার বিস্ফোরিত হলে বয়লারের গরম পানি কর্মকর্তা-কর্মচারীদের শরীরে পড়ে।

এতে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। আহত বাকি সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন-সহকারী ম্যানেজার আতাউর রহমান (৪৮), ভারতীয় নাগরিক প্রকৌশলী মদন বাবু (৫২), কর্মচারী রাজু (২৭), ওহেদুল ইসলাম (৩৫), আব্দুর রব (৩০), রিপন (৩৫) এবং ফরহাদ হোসেন (২৮)।
 
এদের মধ্যে মদন বাবু, আতাউর রহমান এবং রাজুর অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের  বেশির ভাগ অংশই পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক।

এদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে এলাকার লোকজন কারখানার ভেতর থেকে বিল্লালের লাশ উদ্ধার করে।

এ সময় কারখানার মলিক সাইফুল ইসলামের বিরুদ্ধে লাশ গুম করার অভিযোগ আনে উদ্ধারকারীরা।

বিল্লাল জুরাইনের আলমবাগের একটি বাসায় ভাড়া থাকতেন।

জানান কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুব রহমান বলেন, ‘ঘটনা তদন্ত করে মামলা করা হবে। ’

লাশ ময়না তদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।