ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে

নেত্রকোনা: নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) ড. মো. মুশফিকুর রহমান শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, হায়দার জাহান চৌধুরী, ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানা প্রমুখ।

সাবেক কমান্ডার নুরুল আমিন বাংলানিউজকে জানান, জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে চার শতাধিক মুক্তিযোদ্ধার মধ্যে এ কম্বল বিতরণ করা হবে।

 

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।