ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মিরপুরে ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকার রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর-১ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৩শ’ ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ও প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত করা হয়।

অভিযানকালে গুদারাঘাট এলাকার প্রায় ২০শ’টি অবৈধ স্থাপরা উচ্ছেদ করা হয়। এর ফলে প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা দখলমুক্ত ও মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় ১শ’ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আরো প্রায় ১০ হাজার বর্গফুট জায়গা, মিরপুর-১ এর ভবঘুরে আশ্রয় কেন্দ্রের সন্নিকটেও কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।   এ অভিযান অব্যাহত থাববে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।