ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
আশুলিয়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আশুলিয়া (ঢাকা): রাজধানীর অদূরে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে নরসিংহপুরে যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৯ জানুয়ারি)রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আশুলিয়ার ফিরোজা গার্মেন্টেস লিমিটেডের পিয়ন রুবেল গাজী (২৯) ও বগুড়া সোনাতলা এলাকার হাসান আলী।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, রাতে বন্ধু হাসানের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল গাজী। মোটরসাইকেলটি নরসিংহপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা দ্রুতগতির একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।  

এ সময় পথচারীরা উদ্ধার করে তাদের স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত দু্জনকে মৃত ঘোষণা করেন।  

পরে খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি।  

ওসি বলেন, ঘাতক বাস ও চালককে এখনও আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।