ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় দুই পা‌খি শিকারি কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
তালায় দুই পা‌খি শিকারি কারাগারে

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপ‌জেলায় দুই পা‌খি শিকারি‌কে এক মা‌স করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১০ জানুয়া‌রি) বেলা ১১টায় তাদের কারাগা‌রে পাঠা‌নো হ‌য়। এর আগে মঙ্গলবার রাত ১১টার দি‌কে তা‌দের আটক ক‌রে ভ্রাম্যমাণ আদাল‌তে সাজা দেওয়া হয়।

 

সাজাপ্রাপ্তরা হ‌লেন, তালা উপ‌জেলার হ‌রিহরনগর গ্রা‌মের সালাউ‌দ্দিন  মোড়‌লের ছে‌লে নয়ন মোড়ল (১৮) ও মৃত মোকাম সরদা‌রের ছে‌লে সো‌হেল সরদার (১৮)।  

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, রা‌তে অতি‌থি পা‌খি শিকারের সময় উপ‌জেলার মুড়াগাছা গ্রাম থে‌কে ইয়ারগানসহ ওই দু’জন‌কে আটক করা হয়। প‌রে তাদের উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ‌রিদ হো‌সেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ওই সময় ইউএনও তা‌দের এক মা‌স করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন এবং তাদের কাছ থেকে জব্দ করা ইয়ারগান‌টি বা‌জেয়াপ্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।