ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. মিজানুর রহমান পাটোয়ারি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মিজানুর জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাতে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মিজানুর গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।