ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৬৭৫ পিস ইয়াবাসহ মো. আ. হান্নান (৫০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৪) সদস্যরা।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পরিচালক লেফট্যানেন্ট. এম শোভন খান বাংলানিউজকে বিষয়টি জানান।

এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা মো. আ. হান্নান (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা মৃত আ. বারেকের ছেলে।  

সিনিয়র সহকারী পরিচালক লে. এম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোদল ইউনিয়ন থেকে ৬৭৫ পিস ইয়াবাসহ আ. হান্নানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিমসহ মোবাইল সেট জব্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।