ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধনু নদীতে কার্গো ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
ধনু নদীতে কার্গো ডুবে ৩ শ্রমিক নিখোঁজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে পাথর বোঝাই কার্গো ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিখোঁজ তিন শ্রমিক ও উদ্ধার হওয়া আহত শ্রমিকের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে পাথর বোঝাই একটি কার্গো ঢাকা যাচ্ছিল। দুপুরে ধনু নদীতে স্রোতের টানে কার্গোটি চার শ্রমিকসহ তলিয়ে যায়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে এক শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াহ ইয়া খান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে ডুবুরি দল রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।