ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা প্রেসক্লাব নেতৃত্বের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা প্রেসক্লাব নেতৃত্বের শ্রদ্ধা খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের শ্রদ্ধা নিবেদন

খুলনা: খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে খুলনা প্রেসক্লাব নেতাদের সঙ্গে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদেরর মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশুসহ সিনিয়র সহ-সভাপতি অরুণ সাহা, সহ-সভাপতি কাজী মোতাহার রহমান ও মো. মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ মো. হেদায়েৎ হোসেন মোল্লা, সহকারী সম্পাদক মো. আনিসউদ্দিন ও শেখ কামরুল আহসান, নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সোহেল মাহমুদ, কৌশিক দে, এস এম হাবিব ও মোহাম্মদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, এস এম জাহিদ হোসেন ও সুবীর কুমার রায়, ক্লাব সদস্য মোজাম্মেল হক হাওলাদার, বাপ্পী খান, দেবব্রত রায়, মাহামুদ হাসান সোহেল প্রমুখ।  

এর আগে খুলনা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান প্রেসক্লাব নেতাদেরকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা,  জানুয়ারি ১১ , ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।