ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে স্বর্ণের দোকান থেকে অলঙ্কার চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
বরিশালে স্বর্ণের দোকান থেকে অলঙ্কার চুরি

বরিশাল: বরিশাল নগরের একটি স্বর্ণের দোকান থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নগরের কাঠপট্টি এলাকার দিপা জুয়েলার্সে এ ঘটনা ঘটে। দোকানের মালিক খোকন কর্মকার রাতেই কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কাঠপট্টি এলাকার যুবরাজের সোনার দোকানের কর্মচারী মো. হাসান কাস্টমারদের স্বর্ণ দেখানোর কথা বলে দিপা জুয়েলার্সের মালিক খোকন কর্মকারের কাছ থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যান। স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা।  

দীর্ঘ সময় পার হওয়ার পরেও হাসান আর ফেরত আসেননি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে দিপা জুয়েলার্সের মালিক খোকন কর্মকার জানান, মালামাল নেওয়ার আগে পার্শ্ববর্তী যুবরাজের দোকানে বোরকা পরা এক নারীকে দেখতে পেয়েছেন। আর ওই নারীকে দেখানোর জন্যই হাসান দোকান থেকে স্বর্ণ নিয়ে গিয়েছিলেন।  

পরে হাসান ফেরত না আসায় তিনি যুবরাজের দোকানে যান। কিন্তু সেখানে গিয়ে হাসানকে পাওয়া যায়নি।  

পুরো বিষয়টিরই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রয়েছে বলে জানান খোকন কর্মকার।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।  

বাংলা‌দেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়া‌রি ১১, ২০১৮
এমএস/আরআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।