ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
সিলেটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সিলেট: সিলেটে নিখোঁজের একদিন পর সালমান আহমদ (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জানয়ারি) সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার সদরের গন্ধদত্ত এলাকার একটি খালিবাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমান আহমদ ওই গ্রামের রফিক আহমদের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ডুবায় মাথা নিচের দিকে দেহ ভাজ করা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান এলাকার লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

জকিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরুজ তারেক বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।  

নিহতের মায়ের বরাত দিয়ে এসআই বলেন, গত বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা থেকে সালমান নিখোঁজ ছিলো। তার সঙ্গে কারো শত্রুতা ছিলো না বলেও জানান তার মা। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।