ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সম্পাদক-প্রকাশক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৮
লক্ষ্মীপুরে সম্পাদক-প্রকাশক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত সম্পাদক-প্রকাশক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

লক্ষ্মীপুর: জমজমাট আয়োজনের মধ্যদিয়ে লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের দ্বি-বার্ষিক   নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে কামাল উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম সহিদ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনের আয়োজন করা হয়।  

কমিটির সহ-সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ কাজী মাকছুদুল হক, দপ্তর  ও  প্রচার সম্পাদক আফজল হোসেন সবুজ ও নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।

সম্পাদক-প্রকাশক পরিষদের নির্বাচন কমিশনার ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এএফ শামসুদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমজে আলম এবং সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা জসিম উদ্দিন। নির্বাচন ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএফ শামসুদ্দিন আহম্মেদ।  

পরিষদের সদস্যরা হলেন- অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জাকির হোসেন ভূঁইয়া   আজাদ, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট মাহাবুবুল করিম টিপু, এএফএম মতিউর রহমান, মো. জহিরুল ইসলাম, শফিউল আলম চৌধুরী জুয়েল, একেএম মিজানুর রহমান মুকুল, ইসমাইল হোসেন জবু, ডা. কামালুর রহিম সমর, মো. আকতার আলম ও মো. সাইফুল ইসলাম জুয়েল।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।