ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
বগুড়ায় ট্রাকচাপায় শিশু নিহত

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে এসে কন্যা শিশুসহ তিনজন উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর ঢাকা-বগুড়া মহাসড়ক পার হয়ে ব্যাটারি চালিত অটোরিকশায় উঠার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ওই শিশু নিহত হয় এবং অপর দুই জন আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।