ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বাগাতিপাড়ায় রেল লাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেল স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রেলওয়ের ওয়েম্যান (খালাশি) সানোয়ার কবীর বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে স্টেশনের উত্তর দিকে বড়পুকুরিয়া এলাকায় রেল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে বিকেলে সান্তাহার রেলওয়ে ও বাগাতিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, ওই যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তার পকেটে তিনজনের ছবি পাওয়া গেছে। ছবির খামে পদ্মা ডিজিটাল স্টুডিও, তিনমাথা, হিলি রোড, পাঁচবিবি ঠিকানা লেখা রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।