ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ১শ' কেজি গাঁজাসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
মহাদেবপুরে ১শ' কেজি গাঁজাসহ আটক ৮

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার বাঘাচারা নামক স্থানে অভিযান চালিয়ে ১শ' কেজি গাঁজাসহ আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন-লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে হারুন (২৭), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার দেবাশুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে মাহতাব আলী (৩২), নওগাঁর বদলগাছী উপজেলার উষারমুড়ি গ্রামের ছফের উদ্দিনের ছেলে মিঠু উদ্দিন (৩৬), সদর থানার পাইকপাড়া গ্রামের হুমায়ুন কবীর (৫০), তার ভাই রেজাউল হক (৪৫), বদলগাছী উপজেলার খুলশি গ্রামের খোকামদ্দিনের ছেলে  আমিনুল ইসলাম (৩০), পাইকপাড়া গ্রামের নবীর সরদারের ছেলে আলম হোসেন (৩৫) ও বদলগাছী উপজেলার ভঞ্জকল গ্রামের সোলেমানের ছেলে পিন্টু (৩৫)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, কুমিল্লা জেলা থেকে গাঁজার বড় একটি চালান মহাদেবপুরে আসছে-এমন তথ্যের ভিত্তিতে শেষ রাতে বাঘাচারার মোড়ে অবস্থান নেয় পুলিশ।

একপর্যায়ে ভোরে একটি ফাঁকা ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়। এসময় ওই ট্রাক থেকে ৫০ প্যাকেটে মোট ১শ’ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে গাঁজা পাচারে সংশ্লিষ্টতা থাকায় ট্রাক ও মাইক্রোবাসের চালকসহ ওই আটজনকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮/আপডেট: ১৮২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।