ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময় সভা লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পালের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এ সময় জেলার বিভন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডিসি অঞ্জন চন্দ্র পাল। জেলা প্রশাসক উল্লেখিত বিষয় গুলোর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

গত ১০ জানুয়ারি অঞ্জন চন্দ্র পাল  লক্ষ্মীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।