ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চরভদ্রাসনে পদ্মার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
চরভদ্রাসনে পদ্মার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন চরভদ্রাসনে পদ্মার বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধনে স্থানীয়রা/ ছবি: বাংলানিউজ

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মার ভাঙন কবলিত এমপি ডাঙ্গী গ্রামের ভাঙার মাথা এলাকায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ভাঙন কবলিত এলাকার প্রায় দুই শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম, সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মো. এখলাস, শিক্ষক ওছেল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত কয়েক বছরে নদী ভাঙনের ফলে কয়েকবার অস্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হলেও সম্প্রতি ভারী নৌযান চলাচলে আবার ভাঙন দেখা দেয়। ভাঙন কবলিত এলাকার সঙ্গে ফরিদপুর জেলা ও চরভদ্রাসন উপজেলা সদরের যোগাযোগের একমাত্র সড়ক থেকে পদ্মার ব্যবধান রয়েছে মাত্র ৩০ মিটার। এখনই কোনো ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হতে পারে সড়কটি। এতে ঝুঁকিতে রয়েছে ওই এলাকার এমপি ডাঙ্গী, এমকে ডাঙ্গী, ফাজেলখার ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী গ্রামের কয়েক হাজার মানুষ। তারা ভাঙন রোধে স্থায়ীভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বাংলানিউজকে জানান, চরভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গীর ১ হাজার ৫০০ মিটার জায়গায় স্থায়ীভাবে বাঁধ নির্মাণের একটি প্রস্তাব প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় উপস্থাপনের জন্য অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আরকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।