ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে গাঁজা ও মদসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
শ্রীনগরে গাঁজা ও মদসহ বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতা

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জিপ থেকে ২০ কেজি গাঁজা ও ৬ বোতল মদসহ দুলাল নামে এক মাদক বিক্রতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১১। এর আগে রোববার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেজগাঁও বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

দুলাল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান,  ঢাকা-মাওয়া মহাসড়ক দিয়ে মাওয়া ফেরি ঘাটের দিকে যাওয়া একটি জিপ গাড়িতে অভিযান চালানো হয়। এসময় ২০ কেজি গাঁজা ও ৬ বোতল মদসহ দুলালকে আটক করা হয়। এছাড়া জিপ গাড়িটি ও মাদক বিক্রির ৮৭২ টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।