ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
রাজনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা রাজনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজার: আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করার অপরাধে মৌলভীবাজারের রাজনগরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন এ জরিমানা করেন।

আল আমিন বাংলানিউজকে জানান, ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করায় উপজেলার উত্তর নন্দীউড়ার মেসার্স এসকে ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মেসার্স আরএফ ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য উপজেলায় টেংরাবাজারে জিএন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা, ৫০ কেজি চালের বস্তায় ওজনে কম থাকায় মেসার্স রঞ্জন স্টোরকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।