ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ইটবাহী ট্রলি উল্টে সহকারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
পুঠিয়ায় ইটবাহী ট্রলি উল্টে সহকারী নিহত ট্রলি উল্টে সহকারী নিহত

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলা বড় ধাদাস ঢালান এলাকায় ইটবাহী ট্রলি উল্টে নিচে চাপা পড়ে খোকন মিয়া (২৫) নামে ওই ট্রলির সহকারী নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলির চালক আহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত খোকন রাজশাহীর পবা হরিয়ান পূর্বপাড়া এলাকার আরমান আলীর ছেলে।  

রাজশাহীর পুঠিয়ার শিবপুরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পড়ে গিয়েছিলো। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খোকন মিয়া মারা যান। এছাড়া আহত অবস্থায় ট্রলির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় মরদেহ পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।