ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে টিকিট কালোবাজারির কারাদণ্ড 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
গফরগাঁওয়ে টিকিট কালোবাজারির কারাদণ্ড  গফরগাঁও রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির কারাদণ্ড 

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে অভিযানে চালিয়ে সুমন মিয়া (৩২) নামে এক টিকিট কালোবাজারিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শামীম রহমান এ আদালত পরিচালনা করেন।  

ইউএনও শামীম রহমান বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে টিকিট বিক্রির ১১ হাজার ২৪৩ টাকা ও আন্ত:নগর হাওর ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৫টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।

পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

টিকিট কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।