ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার ৩ দস্যুবাহিনীর সদস্য আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
মঙ্গলবার ৩ দস্যুবাহিনীর সদস্য আত্মসমর্পণ

বরিশাল: আবারও আত্মসমর্পেণ করছে সুন্দরবনের তিনটি দুর্ধর্ষ জলদস্যু বাহিনীর প্রায় ৪০ জন সদস্য। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে তারা আত্মসমর্পণ করবেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর মেজর সোহেল রানা বাংলানিজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার র‌্যাব-৮ কমপ্লেক্সে সুন্দরবনের দুর্ধর্ষ বড় ভাই বাহিনী, ভাই ভাই বাহিনী ও সুমন বাহিনীর ৪০ জনের মতো সদস্য আত্মসমর্পণ করবে।

তারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরত আসতে চাচ্ছে।

বরিশাল নগরের রূপাতলী র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিশেষ অতিথি থাকবেন- র‌্যাব ফোর্সেস এর মহাপরিচালক বেনজীর আহম্মেদ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

বাংলা‌দেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।