ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ফেনসিডিলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বড়াইগ্রামে ফেনসিডিলসহ যুবক আটক

নাটোর: নাটোরের বড়াইগ্রামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৭১ বোতল ফেনসিডিলসহ আল-আমিন মিলন (২০) নামে এক যুবককে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আল-আমিন মিলন রাজশাহীর মতিহার থানার দাশমারি মধ্যপাড়া গ্রামের সোনাতন মণ্ডলের ছেলে।

 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসূর নূর বাংলানিউজকে জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী রত্না পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীবেশে সিটে বসে থাকা মিলনের ব্যাগ তল্লাশি করে ৭১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার পর নাটোর জেল হাজতে পাঠানো করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।