ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান, আটক ৩১ অপ্রাপ্ত বয়স্ক চালকদের বিরুদ্ধে অভিযান চলছে

চাঁপাইনবাবগঞ্জ: অপ্রাপ্ত বয়স্ক যানবাহন চালকদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে অপ্রাপ্ত বয়স্ক চালক ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং ট্রাক আটক করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা ট্রাফিক বিভাগ।

জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর খলিলুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে চলাচলকারী, ট্রাক, অটোরিকশা, মাহিন্দ্রা, পিকআপভ্যানসহ নানা ধরনের যানবাহনে চালকের আসনে বসছে অপ্রাপ্ত বয়স্করা।

অশিক্ষিত, অল্প বয়সি, অপরিপক্ক আর লাইসেন্সবিহীন এসব চালকের কারণে সড়কগুলোতে দুর্ঘটনা দিনদিন বেড়েই চলেছে। আর এ দুর্ঘটনা প্রতিরোধে সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়স্ক চালকসহ মোট ৩১ যানবাহনসহ চালকদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।