ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চাল, পিঁয়াজের দাম স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
চাল, পিঁয়াজের দাম স্বাভাবিক

সংসদ ভবন থেকে: চাল ও  পিঁয়াজের দাম কমে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চালের দাম বৃদ্ধির যথেষ্ট কারণ ছিলো বলেও জানান মন্ত্রী।
 

সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) সুবিধ আলী ভূঁইয়ার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
 
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, হ্যাঁ, এটা ঠিক চালের দাম বৃদ্ধি পেয়েছিলো এবং চালের দাম বৃদ্ধির পেছনে কারণও ছিল।

এবার উত্তরাঞ্চলে বন্যা হয়েছিলো, সেই বন্যায় আমাদের ফসলের যথেষ্ট ক্ষতি হয়েছে। এছাড়া হাওর এলাকায় বন্যা হয়েছিলো, সেখানেও কোনো ফসল উৎপাদন হয়নি। তবে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে চালের যে বাজার ছিলো সেটা কমেছে।
 
তবে এখন ভরা মৌসুমে দাম কমেনি এ কথাটি সঠিক না। আমরা নিজেরাই খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে চালের মূল্য ৩৯ টাকা নির্ধারণ করেছি।
 
তিনি বলেন, এবার দাম বৃদ্ধির কারণে কৃষকরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি আমরা পদক্ষেপ নিয়েছি। চাল আমদানিতে কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।
 
পিঁয়াজের দাম প্রসঙ্গে বলেন, আমরা ভারত থেকে পিঁয়াজ আমদানি করি। এবার ভারতেও বন্যার কারণে পিঁয়াজের উৎপাদন হয়নি। বাংলাদেশেও পিঁয়াজের উৎপাদন কমেছে। এখন যখন ফসল এসেছে তখন পিঁয়াজের দাম ১০০ টাকা থেকে ৬০, ৫৫ টাকায় নেমে এসেছে। আর ভারত থেকে আমদানিকৃত পিঁয়াজ এবং দেশে উৎপাদিত পিঁয়াজের মূল্য সামান্য পার্থক্য রয়েছে। চালের দাম, পিঁয়াজের দাম এখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় পৌঁছে গেছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।