ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ফেক আইডি'র অ্যাডমিন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
আদিতমারীতে ফেক আইডি'র অ্যাডমিন গ্রেফতার আটক লিমন আহমেদ

লালমনিরহাট: অন্যের ছবি ব্যবহার করে ফেক আইডি তৈরি করে ফেসবুকে অশ্লীল ছবি ছেড়ে দেওয়ার অপরাধে লিমন আহমেদ (২৫) নামে ফেক আইডি'র এক অ্যাডমিনকে গ্রেফতার  করেছে লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে তার বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা প্রক্রিয়াধীন।

গ্রেফতার লিমন আহমেদ আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার বকুল মিয়ার ছেলে।

আদিতমারী থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম হামিদ বাংলানিউজকে জানান, লিমন আহমেদ বিভিন্ন জনের ছবি ব্যবহার করে ফেক আইডি তৈরি করে অশ্লীল ছবি প্রচার করে আসছে। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের নামেও ফেক আইডি তৈরি করে লিমন। এক কলেজ শিক্ষকের ছোট বোনের ছবি অশ্লীলভাবে প্রচারের হুমকি দিলে ওই কলেজ শিক্ষক বিষয়টি আদিতমারী থানায় অবগত করেন।

শিক্ষকের দেওয়া তথ্যমতে ফেসবুকের সেই ফেক আইডি'র খোঁজে নেমে আশানুরুপ তথ্য সংগ্রহ করে আদিতমারী থানা পুলিশ। এরপর বিষয়টির গভীরে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে। তারা তদন্ত করে ফেক আইডি'র অ্যাডমিন লিমনকে নিজ বাড়ি থেকে আটক করে। টানা দুই দিন জিজ্ঞাসাবাদে ১৫টি সিম ও ৪টি মোবাইল সেট জব্দ করে পুলিশ। যা দিয়ে চালানো হয়েছে এসব ফেক আইডি।

লিমনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করতে পুলিশ মহাপরিদর্শকের অনুমতি চেয়ে আবেদন করেন লালমনিরহাট পুলিশ সুপার। সোমবার বিকেলে আটক লিমনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দিয়ে গ্রেফতার দেখায় ডিবি পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, আপাতত ৫৪ ধারায় লিমনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।