ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে গাড়িচাপায় নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ঈশ্বরদীতে গাড়িচাপায় নিহত ১

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় গাড়িচাপা পড়ে উমির মালিথা (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ই জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় পথচারীরা রূপপুর পারমাণবিক প্রকল্পের ১নং গেটের সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

উমির মালিথা পাকশী বালুঘাটের পাহারাদার ছিলেন।

তার বাড়ি পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামে।

পাকশী পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) দেওয়ান আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে, রাতের দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ সময় ঘন কুয়াশা ছিল।

এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানার ইনচার্জ রাজিবুল করিম বাংলানিউজকে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।