ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

৬টি অবৈধ পাথর ভাঙ্গা মেশিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
৬টি অবৈধ পাথর ভাঙ্গা মেশিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত ৬টি অবৈধ পাথর ভাঙ্গা মেশিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী অবৈধ ৬টি পাথর ভাঙ্গা মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪ মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার পাথর ব্যবসায়ী রেজাউল করিম, হারুন অর রশিদ হারুন, সাজ্জাদ হোসেন ও হারুন মিয়া।

ইউএনও নূর কুতুবুল আলম বাংলানিউজকে জানান, পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাশে মেশিনের মাধ্যমে পাথর ভাঙ্গা হয়। এতে পাথরের গুড়া বাতাসে মিশে দূষিত হচ্ছে পরিবেশ। পাথর ভাঙ্গার সময় পাথর ও আশপাশের এলাকায় পানি ব্যবহার করার নির্দেশ দেয়া হলেও অনেক ব্যবসায়ী তা অমান্য করছেন। মঙ্গলবারও নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণ করার খবর পেয়ে বুড়িমারী স্থলবন্দর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৬টি মেশিন আগুনে পুড়িয়ে দেয়া হয়। সেই সঙ্গে ৪ মালিককে পরিবেশ আইনে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।