ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গ্রাম পুলিশের অঙ্গহানি, মামলায় একজনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
গ্রাম পুলিশের অঙ্গহানি, মামলায় একজনের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে কুপিয়ে গ্রাম পুলিশের এক সদস্যের পা বিচ্ছিন্ন করার ঘটনায় মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। পাশাপাশি আরও তিনজনকে পৃথক মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ বজলুর রহমান এ দণ্ডাদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিলকু হাওলাদার রাজাপুরের উত্তর তাঁরাবুনিয়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত ডাকাত সরদার।

তাকে যাবজ্জীবন দণ্ডসহ আরও দুটি ধারায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাশাপাশি তাঁরাবুনিয়া গ্রামের তোকন হাওলাদার, নৈকাঠি গ্রামের সাগর হাওলাদার ও উত্তর লেবুবুনিয়া গ্রামের মো. সোলেমানকে তিনটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এরা সবাই বিলকু হাওলাদারের সহযোগী।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মো. সোলেমান উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বিলকু হাওলাদারের নেতৃত্বে একদল ডাকাত গ্রাম পুলিশ মনোতোষ চন্দ্র হাওলাদারের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় মনোতোষ চন্দ্রের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মনোতোষ বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করলে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হালিম ২০১১ সালে ৩১ জুলাই তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।  

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে আইনজীবী নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা করেন।

বাংলা‌দেশ সময়: ০২০৩ ঘণ্টা, জানুয়া‌রি ১৭, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।