ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে দুস্থদের মধ্যে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
রূপগঞ্জে দুস্থদের মধ্যে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ রূপগঞ্জে দুস্থদের মধ্যে বসুন্ধরার পক্ষ থেকে কম্বল বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে দুস্থদের মধ্যে ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্রাক্ষ্মণখালী এলাকার এইচ আর মডেল হাই স্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়।  

কম্বল বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড) পরিচালক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রংধনু গ্রুপের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া।  

এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান।  

এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু ও রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু।  

কম্বল বিতরণের সময় বসুন্ধরা গ্রুপের পূর্বাচল (ল্যান্ড) পরিচালক রফিকুল ইসলাম রফিক বলেন, বসুন্ধরা সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ দুস্থ শীতার্ত মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। বসুন্ধরা গ্রুপ সবসময় অসহায় নির্যাতিত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।