ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পুনরায় খনন করা হচ্ছে মৌলভীবাজারের কোদালিছড়া খাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
পুনরায় খনন করা হচ্ছে মৌলভীবাজারের কোদালিছড়া খাল পুনরায় খনন করা হচ্ছে মৌলভীবাজারের কোদালিছড়া খাল

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের প্রধান খাল কোদালিছড়ার দ্বিতীয় অংশের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় শহরতলীর প্রস্তাবিত উপশহর এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সিলেট বিভাগ ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. তোফায়েল আহমদ, পুলিশ সুপার মো. শাহ জালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলু রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন রহমান, ভাইস চেয়ারম্যান অলিউর রহমান টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।