ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে গাঁজা সংরক্ষণের দায়ে ২ যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
নাটোরে গাঁজা সংরক্ষণের দায়ে ২ যুবকের কারাদণ্ড

নাটোর: নাটোরে গাঁজা সংরক্ষণের দায়ে দুই যুবককে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোন মর্তুজা খানের ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন।

এর আগে নাটোর-রাজশাহী মহাসড়কের কোরিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়।



দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বৃদুলা গ্রামের মৃত সালাম শেখের ছেলে হারুন শেখ (৩২) ও টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়া গ্রামের মৃত হাই তালুকদারের ছেলে আজিজুর রহমান (৩০)।
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ইন্সপেক্টর) আলমগীর পাশা  বাংলানিউজকে জানান, নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সন্ধ্যায় ঢাকাগামী তুহিন এলিট পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় হারুন ও আজিজুর নামে দুই যাত্রীর শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

পরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের চার মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।