ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার জেলা কারাগারে লামং রাখাইন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে তিনি মারা যান। লামং শহরের পশ্চিম মাছ বাজারের মৃত মংলা সিংয়ের ছেলে।

 

পুলিশ জানায়, গত বুধবার (১০ জানুয়ারি) তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

কক্সবাজারের জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি লামং রাখাইন একজন মাদকসেবী ছিলেন। কারাগারে বন্দি থাকাবস্থায় মাদক সেবন করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারান। এর ফলে ভোরে কারাগারের ভেতর তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, লামং রাখাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।  তদন্ত প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।