ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আমরণ অনশনে ৬৭ বেসরকারি শিক্ষক-কর্মচারী অসুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আমরণ অনশনে ৬৭ বেসরকারি শিক্ষক-কর্মচারী অসুস্থ অনশন করছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পাঁচটি বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগঠনের মোর্চা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।

পাঁচদিনের টানা অবস্থান কর্মসূচির পর গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচিতে ৬৭ বেসরকারি শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।

 

লিয়াজোঁ ফোরামের আহ্বায়ক আবদুল খালেক বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা না এলে আমরা রাজপথ ছাড়বো না। আমরণ অনশন চলবে। নন-এমপিও শিক্ষক ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি  সরকার মেনে নিয়েছে। আমাদের দাবিও সরকারকে মানতে হবে।

তিনি বলেন, আমাদের ৬৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। শিক্ষা জাতীয়করণ আমাদের প্রাণের দাবি। এ দাবি মেনে না নিলে শিক্ষার সুফল পাওয়া যাবে না।  

শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে পাঁচটি শিক্ষক সংগঠন মিলে লিয়াজোঁ কমিটি গঠন করেছে। সংগঠনগুলো হলো- বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এবং জাতীয় শিক্ষক পরিষদ।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮,২০১৮
এমসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।