ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পরশুরামে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
পরশুরামে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় লিজা আক্তার (সুমি) নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার পৌর এলাকার বাউর পাথর গ্রামে এ ঘটনা ঘটে। সুমি ওই গ্রামের আবদুল মান্নানের মেয়ে ও বাউর পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।

সুমির বাবা আবদুল মান্নান বলেন, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হয় সুমি। পরে অনেক খোঁজা-খুঁজির পর না পেয়ে মাইকিং করা হয়। সকালে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।  

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খালেদ হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুমির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ৫টি আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। তদন্ত প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।