শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও হাসপাতালে দায়িত্বরত আনসার ও রোগীর স্বজনরা জীবনের ঝুঁকি নিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর ভবনে ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা রোগীরা স্বজনদের কাঁধের ওপর হাত দিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকেন।
এ সময় অনেককে বলতে দেখা যায় হাসপাতালে কি পরিচ্ছন্ন কর্মী নেই? ছাউনিতে জমে থাকা ময়লার স্তূপে আগুন লাগে কীভাবে?এদিকে, খবর পেয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ও নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ সময় ওয়ার্ড মাস্টার মো. রিয়াদ বাংলানিউজকে বলেন, হাসপাতালে আগত রোগীর স্বজনদের নিক্ষিপ্ত সিগারেটের আগুনে ময়লার স্তূপে আগুন লাগতে পারে।
এক প্র্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের ছাদের ওপর স্তূপ হওয়া ময়লা-আর্বজনা গতকালই পরিষ্কারের উদ্যোগ নিয়েছিলাম।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এজেডএস/আরআইএস/