ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বড়লেখায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কল্পনা বেগম (৩০) ও তার শিশু সন্তান মাহফুজুর রহমান (৫) নিহত হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার শাহবাজপুরের অর্জুনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কল্পনা দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দরপুর গ্রামের বাসিন্দা।

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুর রহমান বাংলানিউজকে জানান, দ্রুতগামী ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা সড়কে মুখোমুখি হয়ে গেলে সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিতে থাকা কল্পনা ও তার ছেলে মাহফুজ গুরুতর আহত হয়।  

দু’জনকে তৎক্ষণাৎ নিকটস্থ বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।