ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৬ সন্দেহভাজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
বান্দরবানে ৬ সন্দেহভাজন আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সন্ত্রাসী দলের সদস্য সন্দেহে ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জানুয়ারি) উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম অভিরাম ত্রিপুরা পাড়া থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, মিন্টু ত্রিপুরা, জয় ত্রিপুরা, আব্রাহাম ত্রিপুরা, অনা চন্দ্র ত্রিপুরা, গুন মনি ত্রিপুরা ও মথিরাম ত্রিপুরা।

তাদের বাড়ি থানছি উপজেলায়।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজীম জানান, অনেকদিন থেকেই আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন অভিরাম ত্রিপুরা পাড়ায় সন্ত্রাসী দলের সদস্যদের আনাগোনার খবর পাওয়া যাচ্ছিল। থানছি থেকে আসা এই ছয় জনের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তারা সীমান্ত পথে মায়ানমার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে আমাদের ধারণা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলমগীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা আলীকদম সীমান্ত সংলগ্ন অভিরাম ত্রিপুরা পাড়া থেকে এ ছয় জনকে আটক করেন।

বাংলাদেশ সময়: ০৪০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।