ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দোনেশীয় প্রেসিডেন্ট উইদোদো আসছেন বিকেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ইন্দোনেশীয় প্রেসিডেন্ট উইদোদো আসছেন বিকেলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো

ঢাকা: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে। সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি রোহিঙ্গাদের দুর্দশা পরিদর্শনে কক্সবাজার যাবেন উইদোদো।

শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে একটি ফ্লাইটযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে সেখানে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিনই সন্ধ্যা ৭টায়ই বঙ্গভবনে উইদোদোর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি।

এই নৈশভোজে যোগ দেওয়ার আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সন্ধ্যা সাড়ে ৬টায় তার সফরকালীন আবাসস্থল হোটেল সোনারগাঁওয়ে সৌজন্য সাক্ষাৎ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে।

উইদোদো রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাভার স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীরশহীদের শ্রদ্ধা জানাবেন। এরপর সাড়ে ৯টায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠক শেষে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্য ঢাকা ছাড়বেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন।

রোহিঙ্গা সংকটের ব্যাপারে ইন্দোনেশিয়া শুরু থেকেই বেশ তৎপর। প্রেসিডেন্ট উইদোদো তার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিকে এ ইস্যুতে দুই দফায় বাংলাদেশে পাঠান। শেষ পর্যন্ত তিনি নিজেও আসছেন ঢাকায়।

কর্মসূচিমুখর সফর শেষে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জাকার্তার উদ্দেশে ঢাকার বিমানবন্দর ছাড়বেন।

বাংলাদেশ সময়: ০৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
কেজেড/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।