ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৃদু শৈত্যপ্রবাহ কেটে বাড়বে তাপমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
মৃদু শৈত্যপ্রবাহ কেটে বাড়বে তাপমাত্রা কুয়াশার চাদর মোড়ানো শীতের সকালের এ ছবি সম্প্রতি রাজধানী থেকে তোলা

ঢাকা: শীত মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পর ক্রমেই উন্নতি হচ্ছে আবহাওয়ার। তবে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতেও মৃদু থেকে মাঝারি ধরনের আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আর সে সময় তাপমাত্রা কিছুটা কমে মাঘের সঙ্গে শীতকালও বিদায় নেবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, নওগাঁ, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে শুক্রবার থেকে (২৬ জানুয়ারি) মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরো দু’একদিন অব্যাহত থাকবে এবং মধ্যাঞ্চলে বিস্তার লাভ করতে পারে।

এতে সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
দু’দিনে শৈত্যপ্রবাহের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এসেছে। এতে আবারও শীতের কবলে পড়েছেন মানুষ। রাজধানীতেও শীতল বাতাস বয়ে যাওয়ায় শীত অনুভূত হচ্ছে।
 
বিভাগীয় শহর ঢাকায় সর্বনিম্ন ১০.৫, চট্টগ্রামে ৯.৯, সিলেটে ৯.৪, ময়মনসিংহে ৯.৫, রাজশাহীতে ৯.৩, রংপুরে ৮.৯, খুলনায় ১০.২ এবং বরিশালে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অফিসের এক আবহাওয়াবিদ শনিবার (২৭ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বলেন, উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে শুক্রবার থেকে তাপমাত্রা কমা শুরু হয়েছে। ঢাকাতেও এর প্রভাব বিরাজ করছে। এ অবস্থা আরো দু’একদিন থাকবে। তারপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
 
চলতি জানুয়ারিতে আর কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে আরেকটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
 
মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮.১-১০ ডিগ্রি সেলসিয়াস, মাঝারি শৈত্যপ্রবাহে ৬.১-৮ ডিগ্রি সেলসিয়াস এবং তীব্র শৈত্যপ্রবাহে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তাপমাত্রা।
 
আবহাওয়ার দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের উপর দিয়ে একটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের শুরুতে দেশের নদ-নদীর অববাহিকায় সকালের দিকে হালকা বা মাঝারি ধরনের কুয়াশা থাকবে। এ মাসের শেষার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
 
তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
 
আবহাওয়ার বিশেষায়িত ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী দিনে ক্রমেই তাপমাত্রা বাড়তে থাকবে। তবে ফেব্রুয়ারির শেষভাগে তাপমাত্রা দু’একদিন কিছুটা কমে ক্রমান্বয়ে বাড়তে থাকবে।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।