ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির বয়স ৩৫ বছর করতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
চাকরির বয়স ৩৫ বছর করতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ঠাকুরগাঁও: চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে সমাবেশ ও র‌্যালি করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ ঠাকুরগাঁও।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঠাকুরগাঁও চৌরাস্তায় ঘণ্টাব্যাপী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এ র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।  

সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ঠাকুরগাঁও শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।