ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৭ জেলে অপহরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৭ জেলে অপহরণ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা থেকে ১শ’ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় এফবি ‘মা-বাবার দোয়া’ নামে একটি ট্রলারে হামলা চালিয়ে ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। ট্রলারসহ অপহৃত জেলেদের ছাড়িয়ে আনতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান। এর আগে ভোরে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেদের টিটু মাঝি, আনছার মিয়া, সাগর মিয়া ও রাসেলের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি বরগুনা সদরের পোটকাখালী এলাকায়।

মোস্তফা চৌধুরী জানান, ভোরে বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় সাগরের মধ্যে ফোরকান মিয়ার মালিকানাধীন ‘এফবি মা-বাবার দোয়া’ নামে ট্রলারটি মাছ ধরতে ছিল। এসময় দস্যুরা ট্রলারসহ ১৭ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়।

তিনি আরো জানান, অপহরণের খবর কোস্টগার্ড ও পুলিশের কাছে জানানো হয়েছে। জেলে ও ট্রলার উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।