ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ

দিনাজপুর: দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব প্রশাসনের তৃতীয় শ্রেণির ছয় ক্যাটাগরির মোট ৩৫টি শুন্যপদে জনবল নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রংপুর বিভাগীয় নির্বাচনী বোর্ডের সদস্য সচিব ও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব (সিনিয়র সহকারী কমিশনার) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত স্মারকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী দিনাজপুর শহরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে (দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, আদর্শ মহাবিদ্যালয়, কেবিএম কলেজ ও পলিটেকনিক ইন্সটিটিউট) এই লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

 

প্রকাশিত ফলাফলে ৩৫টি পদে মোট ১৭৩ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।  

পৃথক পৃথকভাবে ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী পদে ১২ জন, সার্টিফিকেট সহকারী পদে ১৪ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২১ জন, নাজির-কাম-ক্যাশিয়ার ৪২ জন, সার্টিফিকেট পেশকার পদে ৪০ জন ও মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী পদে ৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণদের ফলাফলটি দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার নোটিশ বোর্ডে টাঙানো রয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ছয় ক্যাটাগরিতে ৩৫ পদের বিপরীতে মোট ছয় হাজার ৬০০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৮ হাজার ১১৮ জন আবেদন করলেও পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫১৮ জন।  

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।