ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে বক্তব্য রাখছেন আ ক ম মোজাম্মেল হক।

কিশোরগঞ্জ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, নির্বাচন ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। জিয়া পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে। এই সুযোগ আর হবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিশ্বনন্দিত আইসিটি বিশেষজ্ঞ এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিকদের জন্য আন্দোলন করে যাচ্ছেন।

অন্যদিকে, খালেদা জিয়ার ছেলে দেশের সম্পদ বিদেশে প্রচার করে সম্পদের পাহাড় গড়েছে।

বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশের উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট লায়ন মো. নূরুজ্জামান ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জের জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।