ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
আগৈলঝাড়ায় অগ্নিদগ্ধ বৃদ্ধার মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নিবা বাড়ৈ (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

নিবা আগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের মৃত মনোহর বাড়ৈর স্ত্রী।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন পূর্বে শীত নিবারনের জন্য আগুন পোহাতে গিয়ে কাপড়ে আগুন লেগে দগ্ধ হন নিবা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।