ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক ট্রেন

পাবনা: প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি দুইটি উদ্ধার হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনের মাস্টার নজরুল ইসলাম।

তিনি জানান, সকাল সাতটার দিকে রংপুর থেকে চট্টগ্রামগামী এমজি বিসি ব্লক নামে একটি মালবাহী ট্রেন পাবনার ভাঙ্গুড়া স্টেশনে ১ নং লাইনে দাঁড় করানো হচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা দর্শনাগামী এসবিআইডি-২ ডাউন নামে অপর একটি খালি মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে একই লাইনে প্রবেশ করায় ট্রেনের চালক। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে বগি লাইনচ্যুত হয়। এ সময় খালি মালবাহী ট্রেনের চালক বশির আহমেদ আহত হন। আহত অবস্থায় তাকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে পাবনা পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিআরএম) অশিম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, আমরা সিরাজগঞ্জ থেকে একটি ইঞ্জিন এনে মালবাহী ট্রেন দু'টিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল সাভাবিক হয়েছে।
দুর্ঘটনার প্রায় তিন ঘণ্টা পর বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।