ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূ ও শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সাভারে গৃহবধূ ও শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে গৃহবধূ (২৪) ও চার বছরের এক শিশুকে ধর্ষণের পাওয়া গেছে। পৃথক ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সাভার মডেল থানায় পৃথক ঘটনায় দুইটি মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।

এলাকাবাসী জানায়, বুধবার (৩১ জানুয়ারি) রাতে সাভার পৌর এলাকার কাতলাপুর মহল্লায় ভাড়া বাড়িতে ওই গৃহবধূকে প্রতিবেশী ফল বিক্রেতা আজাহার শাহ ধর্ষণ করেন।

পরে স্থানীয়রা আজাহারকে আটক করে পুলিশে খবর দেয়।

অপরদিকে বুধবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুরে শিশু ধর্ষণের ঘটনায় এক কিশোরকে আটক করে এলাকাবাসী।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সওগাতুল বাংলানিউজকে জানান, ধর্ষণের শিকার গৃহবধূ ও শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গ্রেফতার ফল বিক্রেতা ও কিশোরকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।