ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে সাবেক মেয়রের বাড়িতে হামলা, ১০ আসামির জামিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
শাহজাদপুরে সাবেক মেয়রের বাড়িতে হামলা, ১০ আসামির জামিন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র হালিমুল হক মিরুর বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি ও বোমা বর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ১০ আসামির জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাদপুর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তাদের জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কাশেম বাংলানিউজকে জানান, মামলার আসামিরা সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আরো চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শহাজাদপুরের মনিরামপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে পরদিন মারা যান সমকালের স্থানীয় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। এ ঘটনায় শিমুলের স্ত্রী বাদি হয়ে মেয়র মীরুসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। একই দিন, মেয়র মিরুর বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি ও বোমা বর্ষনের ঘটনায় তার স্ত্রী লুৎফুন নেছা পেয়ারী বাদী হয়ে মামলা করতে গেলে থানা পুলিশ তা গ্রহণ করেনি। পরে এ ঘটনায় আদালতে ১৫ জনকে আসামি করে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে জুডিশিয়াল তদন্তে ১৯ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়ে মামলাটি দণ্ডবিধি ও বিস্ফোরক দুটি ধারায় বিভক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।